Monday, November 10, 2014

তোমার জন্য একশ রাতের গল্প জমা

তোমার জন্য একশ রাতের গল্প জমা
কথার পীঠে ভর করেনা ভুল
নীল হলেও রোদ করে দেয় ক্ষমা
তোমার জন্য ফোটা পলাশ ফুল ।

তোমার জন্য জোছনা বিরান রাতে
ঘুমের গল্প কে লিখে যায় একা
বিষন্ন ক্ষন বিষাদ আমার হাতে
শেষ প্রহরে তোমার সাথে দেখা ।

তোমার হাতে স্বপ্ন রঙ্গীন ঘুরি
নীলাভ আকাশ নিরব আহ্বানে
গান শোনাবে ঘুম করে কেউ চুরি
রোদ দুপুরে তোমার কানে কানে ।

No comments:

Post a Comment